প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন নৌকায় সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাতে তার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। বুধবার দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত এক নৌকার মিছিলে তিনি তার নেতাকর্মীদের নিয়ে অংশ নেন। মিছিলটিতে নেতৃত্ব দেন নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মোশতাক আহমেদ রুহী। এই মিছিলে আটটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার লোকজন অংশ নেন।
নিজে প্রার্থী হয়ে কেন এখন নৌকা প্রতীককে সমর্থন করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুধবার বিকেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোনো বিকল্প নেই। তাই নৌকাকে সর্মথন করে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি নৌকায় ভোট প্রদানের অনুরোধ জানাচ্ছি।