শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
22.5 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনৌকার টিকেট নিয়ে শো-ডাউনের মধ্য দিয়ে এলাকায় ফিরলেন মোশতাক আহমেদ

নৌকার টিকেট নিয়ে শো-ডাউনের মধ্য দিয়ে এলাকায় ফিরলেন মোশতাক আহমেদ

আল নোমান শান্ত, দুর্গাপুর থেকে

নৌকার টিকেট নিয়ে শো-ডাউনের মধ্য দিয়ে এলাকায় ফিরলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার প্রবেশ মুখে রাস্তার দু’পাশে হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়।

তার আগমন উপলক্ষে অর্ধশত গাড়ি ও শত-শত মোটরসাইকেল বহরে হাজারও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাহাড়ি জনপদের এলাকা।

পরে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসলে মোশতাক আহমেদ রুহীকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় দলীয় কার্যালয়ে মোশতাক আহমেদ রুহী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ছিল বলেই আমি নৌকার মনোনয়ন পেয়েছি।

দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখব।দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করব।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments