পরনের সাদা রঙের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে নেত্রকোনার আটপাড়ায় আলপনা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থী।বৃহস্পতিবার সকালে উপজেলার তারাচাপুর গ্রামের নিজ বসত ঘরের কাঠের কাচ পাইরের সাথে তারা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ । ওই শিক্ষার্থী স্থানীয় বাসিন্দা মো. বাচ্চু মিয়ার মেয়ে। সে উপজেলার ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেয়েকে ডাকতে গিয়ে ঘরের কাঠের কাচ পাইরের সাথে একটি সাদা জর্জেট ওড়না গলায় পেঁচানো দেখতে পায় পিতা বাচ্চু মিয়া। এটি দেখে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আটপাড়া থানার উপ-পরিদর্শক শাহ মুহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা প্রেরণ করা হয়েছে। আটপাড়া থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।