নেত্রকোনার পুর্বধলায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর বাদে পুটিকা নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।
পরে অফিস কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
জানা গেছে, নেত্রকোনা ৫ (পুর্বধলা) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা মহানগরের কৃষক লীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মঙ্গলবার সন্ধ্যার পর ট্রাকের বাদে পুটিকা গ্রামে নির্বাচনী কার্যালয়ে নৌকার সমর্থক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন হামলা চালায়। এসময় অফিসে থাকা ৩৫/৪০ টি চেয়ার ভাংচুর করে। জননেত্রী শেখ হাসিনার ছবির ব্যানার ছিড়ে ফেলে।
পরে হামলা কারীরা ২ টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। পুলিশ মোতায়েন করা হয়েছে।