জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় নেত্রকোনা সদরের মডেল থানার আয়োজনে বিদ্যালয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর সাজুর উপস্থিতিতে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে মাদক, ইভটিজিং, বখাটে, পানিতে ডুবে শিশুর মৃত্যু, জুয়া, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা, সাইবার ক্রাইম, গুজবসহ জাতীয় জরুরি সেবা ৯৯৯ ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ওসি।