চলমান পরিস্থিতিতে নেত্রকোনার সার্বিক অবস্থা নিয়ে জেলার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি ড. মো. আশরাফুর রহমান।
আজ রবিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে বেলা সাড়ে ১১ টায় এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় জেলায় নব্য যোগদানকৃত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও বিদায়ী পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
প্রথমে জেলায় কর্মরত পুলিশের কার্যক্রম শোনার পর ট্রমাটাইজ পরিস্থিতি উত্তোলনে কিভাবে নতুন উদ্যোমে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারবে সে বিষয়ে কথা বলেন।
রাজনৈতিক মদদের কারণে পুলিশ যে ডিজাস্টার পরিস্থিতিতে পড়েছে সেটি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
আমরা একটি রক্তাক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে কথা বলছি। আমাদের দেশের ছাত্র জনতা বারবার অকাতরে প্রাণ দিয়েছে আমরা বারবার ভুলে গেছি তাদের রক্তের অবদান। আমরা এক আত্মভোলা জাতি।
আমরা যেন এবারের এই রক্তের দাগ ভুলে না যাই এটি মনে রাখতে হবে।
সব একটি রাজনৈতিক কমান্ডে চলতো যে কারণে মারাত্মক এই ভূমিধস সৃষ্টি হয়েছে।
আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই ধস থেকে উঠে দাড়াচ্ছি।
কেন পুলিশ বিপর্যয়ের মধ্যে পড়েছে এটিকে আগে আইডিন্টিফাইড করতে হবে।
সব ক্ষেত্রে বলা হচ্ছে পুলিশের কাজ পুলিশকেই করতে হবে। সে জন্য সামাজিক শক্তি প্রয়োজন।
বিগত সময়ে বাংলাদেশের পুলিশের বিপর্যয় যেটা হয়েছে তার জন্য আমরাও অস্মানিত অবস্থায় রয়েছি। সেখান থেকে জাগিয়ে তুলতে হবে।
যারা বিগত সময়ে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে উপযুক্ত স্থানে পদায়ন করে আমাদের এই সংস্কারের পরিপ্রেক্ষিতে মানবিক পুলিশ গঠন করতে পারবো।
এই সরকারকে সহযোগিতা করতে হবে।
বিগত সময়ের জন্য পুলিশ ট্রমাটাইজ হয়ে আছে যে কারণে কাজ করতে পারছে না এর জন্য কিছুটা রদবদল হচ্ছে।
এই রদ বদল বা যাদের নানা সমস্যা রয়েছে তাদেরকে অব্যাহতি দিয়ে পুলিশকে ঢেলে সাজিয়ে আমরা ভালো কাজ করতে চাই। জেগে উঠতে চাই। দুর্যোগ থেকে ওঠে আসতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সব শেষে আসন্ন দুর্গাপূজায় যেন সম্প্রীতি বজায় থাকে সেটার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও পুলিশের মুখপাত্র লুৎফর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।