জেলার পূ্র্বধলা উপজেলায় ট্রাকের চাপায় রাবেনা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পূর্বধলা-কাপাশিয়া সড়কের কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাবেনা খাতুন দুর্গাপুরের পার্শ্ববর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহের গৌরীপুরের হিকমতনগর গ্রামে বাবার বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ধোবাউড়ার স্বামীর বাড়িতে ফিরছিলেন।
পথে ধোবাউড়া থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৫-২৮১৮) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পরে যায়।
এই সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
লাশ সুরতহাল করে আরটিএ রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।