নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোস্তাক আহমেদ এঁর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার পাটগুদাম এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাবেয়া আলী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলেচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাবেয়া আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহŸায়ক ইশতিয়াক আহমেদ বাবুসহ উপজেলা যুবদল ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা মোস্তাক আহমেদের জীবদ্দশায় বিএনপি ও অঙ্গ সংগঠনের জন্য করে যাওয়া বিভিন্ন মহৎ কাজ গুলো তুলে ধরে সেগুলোকে ধারণ করে মানবিক মানুষ হওয়ার আহŸান জানান।