সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যপূর্বধলায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পূর্বধলায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোস্তাক আহমেদ খান, পূর্বধলা

পূর্বধলায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার জারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেজুয়ানুর রহমান রনি চেয়ারম্যান উপজেলার দিউপাড়া গ্রামের মৃত জগলুল হক কামালের ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধলামূলগাঁও ইউনিয়নের ছাত্র-জনতা ও বি.এন.পির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৈষম্যবিরোধীছাত্র-জনতার আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল পূর্বধলার দিকে আসার পথে সালতি বাজারে একত্রিত হয়ে ঘাগড়াপাড়া গ্রামের ব্রীজ ও তৎসংলগ্ন রাস্তায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০-৬০ জন সংঘবদ্ধ হয়ে দা, রামদা, হকিস্টিক, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রাদিতে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, কাটা রাইফেল দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় রবিবার (১ ডিসেম্বর) দুপুরে কন্দর্প বাঁশাটি এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। মামলায় ১১জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান গ্রেফতারকৃত চেয়ারম্যানকে আটক করে অত্র মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments