মোস্তাক আহমেদ খান, পূর্বধলা নেত্রকোনার পূর্বধলায় ”পূর্বধলা কাচারী আশ্রয়ন” প্রকল্পে’র ৮ বছরের বোবা শিশু ধর্ষণে’র অভিযোগে ঘটক আবু তাহেরকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় পশ্চিম পূর্বধলা কাচারী আশ্রায়ন প্রকল্প এলাকার নিজ বসত ঘর-৩ নং থেকে তাকে আটক করা হয়েছে।
আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নে’র মৃত ঝাটু চৌকিদারে’র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোবা শিশুটিকে মঙ্গলাবার সন্ধ্যায় আশ্রয়ণ প্রকল্পে’র নিজ বসত ঘরে ডেকে এনে ধর্ষণ করে।
পরে শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করে। পরদিন শিশুর মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।পূর্বধলা থানার মামলা নং-৪।