মো. আল মুনসুর, পূর্বধলা:
নেত্রকোনার পূর্বধলায় শিরেশ চন্দ্র সরকার (৬০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে গ্রামীণ ব্যাংক হিরণপুর শাখা হতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারনপুর গ্রামের মৃত সাফল্য চন্দ্র সরকারের ছেলে এবং ওই ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে ডিউটিরত অবস্থায় অফিসের ভিতরে দরজার ছিটকিরি লাগাইয়া গলায় রশি দিয়া ফাঁসিতে ঝুলে তার মৃত্যু হয়। তাকে ঝুলন্ত দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আখতার উজ্জামান জানান, মৃত্যুর আসল রহস্য জানা যায়নি। তবে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।