আমিনুল ইসলাম মনি, পূর্বধলা:
নেত্রকোনার পূর্বধলা যুবদলের উদ্যোগে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি, সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা যুবদলের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার সভাপতি এনামুল হক হলুদের সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এন ফিরোজ আকন্দের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফরায়েস উদ্দিন ফরাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার,যুবদল নেতা বওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সাবেক যুবদল নেতা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বিকাশ ঘোষ,ফিরুজ তালুকদার, মাহবুব তালুকদার ,আসাদুজ্জামান ডানো, মহসিন করিম দোহা ,মনোয়ার হোসেন,সদস্য আব্দুস সামাদ আজাদ,মো. নয়ন মিয়া,রুবেল,আব্দুল কদ্দুস সহ উপজেলা ও ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।