তিলক রায় টুলু পূর্বধলা নেত্রকোনা
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস জেলার পূর্বধলা উপজেলা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী তিনি পূর্বধলা উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
নবাগত জেলা প্রশাসক সকালে পূর্বধলায় পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, সহকারি কমিশনার (ভূ’মি) নাজনীন আক্তার, ও পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম।
পরে জেলা প্রশাসক স্মার্ট ইকো ভিলেজ এবং পুষ্টিকর গ্রাম ঘোষণা ও অগ্রগতি উদযাপন ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ ছাড়া পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ,সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন।
এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ( ভূ’মি) কার্যালয় ও পূর্বধলা থানা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর পর তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলার কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সামনের পুকুরে পোনা মাছ অবমুক্ত ও উপজেলা চত্তরে বৃক্ষ রোপন করেন।