মির্জা হৃদয় সাগর
জেলার আটপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রতিবন্ধী সমিতির মাধ্যমেই প্রতিবন্ধীদেরকে খাদ্যপন্য বিতরণ করা হয়েছে। তেলিগাতী আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে শতাধিক পরিবার বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে ভীষণ খুশি।
আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের সহযোগীতায় তেলিগাতী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো: শামসুল ইসলাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুহা: জিয়াউর রহমান, সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল আলম, সম্রাট মিয়া সহ সমিতির অন্যান্য সদস্যরা ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিবন্ধীদের কে নিয়ে গড়ে তোলা হয় প্রতিবন্ধীদের সহায়তায় তেলিগাতী আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন সমিতি। বর্তমানে সমিতির সদস্য প্রায় চারশত। নিয়মিত এই সমিতিটি প্রতিবন্ধী পরিবারে সহায়তা করে যাচ্ছে।