দেশবরেণ্য কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর উত্তর আকাশ পত্রিকার সম্পাদক, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব খালেকদাদ চৌধুরী’র ৩৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া গণগ্রন্থাগার হলরুমে এই স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ নেত্রকোনা সাহিত্য সমাজ ও প্রেসক্লাব আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
আয়োজক কমিটির সদস্য সচিব কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় লেখকের জীবনী নিয়ে প্রবন্ধ পাঠ, প্রবন্ধের উপর আলোচনা করা হয়। এতে সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি লেখক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা সরকারি মহিলা কপেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধের উপর সমালোচনা করলে চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেখক গবেষক আনোয়ার হাসান।
উল্লেখ্য, খালেকদাদ চৌধুরী ১৯০৭ সনের ২ ফেব্রুয়ারি তিনি মদন থানার চাঁনগাও গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম সাহিত্য পত্রিকা উত্তর আকাশ সম্পাদনা করেন। যে পত্রিকায় কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, কবি রফিক আযাদসহ অনেকে লেখালেখির হাতেখড়ি গড়েন। ১৯৮৫ সনের ১৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
স্মরণ সভায় বিশদ আলোচনা করেন খালেকদাদ চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মদন পৌরসভার সাবেক মেয়র ইরানের কবি ফেরদৌসী শাহানামার অনুবাদক মনিরউদ্দিন ইউসুফ এঁর ভাগিনা দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিসহ অনেকেই।