Sunday, December 8, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদপ্রধানমন্ত্রীকে হুমকীদাতা বিএনপিনেতা চাঁদ নেত্রকোনা আদালতে

প্রধানমন্ত্রীকে হুমকীদাতা বিএনপিনেতা চাঁদ নেত্রকোনা আদালতে

সোহান আহমেদ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনায় করা ৪টি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

(২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্ঝামান নেত্রকোনা কোর্ট পুলিশের সহায়তায় বিএনপিনেতা চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়।

চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন ও ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলসহ চার জন এই মামলা দায়ের করেন।

মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়,গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য প্রদান করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মান হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments