আটপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের আশ্রিত অর্ধশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার ঈদের আগের দিন বিকেলে প্রত্যন্ত অঞ্চল শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামের নিজ হাতে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী তুলে দেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান।
এ সময় আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন সেইসাথে আশ্রিত হতদরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নেন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে আশ্রিত নারী পুরুষের নিরক্ষরতা মুক্ত করতে বয়স্ক শিক্ষায় ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, এডিএম সোহেল মাহমুদ, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহফুজ সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বৈরী আবহাওয়ার মাঝে ঈদের আগের দিন প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী হাতে পেয়ে ব্যাপক খুশি হয়েছেন আশ্রিতরা।