নেত্রকোনায় জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ সংহতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি, কৃষি জমি সুরক্ষায় নাগরিক মঞ্চ, সম্মিলিত যুব সমাজ, জনসংগঠন সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভায় হাওর পাহাড় ও সমতলের কৃষকরা উপস্থিত ছিলেন।
বেসরকারি সংস্থা বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ)-এর সহযোগিতায় বারসিকের কেন্দ্রীয় পরিচালক সৈয়দ আলী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজক সংগঠক আলপনা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
সভার শুরুতে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ও পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক মোঃ অহিদুর রহমান সভার বিষয়ে প্রবন্ধ পাঠ করার পর সকলে নানা প্রস্তাবনা তুলে ধরেন।
মূল প্রবন্ধের উপর সমস্যা ও সংকট নিরসেনে ইজারা প্রথা বাতিল চেয়ে, নদী ও কৃষি জমি সুরক্ষায় নিজেদর মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বারসিকের সৈয়দ আলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সিটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান, জেলা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সবুজ সংহতি সংগঠনের সভাপতি অমলেন্দু সরকার, মো. অহিদুর রহমান, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, বন্য প্রাণি রক্ষায় সেভ দা এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ, ঢাবির সাবেক শিক্ষার্থী তানভীর হায়াত খান, সবুজ সংহতির মির্জা হৃদয় সাগর, তাজিম রহমান, বৃক্ষপ্রেমি আব্দুল হামিদসহ অন্যরা।
এসময় মগড়া নদী রক্ষায় বিশেষ করনীয় এবং জলমহাল ইজারা বাতিল ও সড়কের পাশের গাছ রক্ষা পাহাড়ের বন রক্ষা এবং ফসল তোলা সময়ে হাতির আক্রমণ থেকে রক্ষার বিষয়ে আলোকপাত করা হয়। সাপারিশগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আশ^াস দেন প্রশাসন।