কে, এইচ, এম, নূরুল আলম কামাল
নেত্রকোনার মদনে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত লাহুত মিয়া ( ৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। এর আগে ১১মে বেলা সাড়ে ১১টার দিকে বারবুড়ি গ্রামে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হন লাহুত।
নিহত লাহুত মিয়া উপজেলা মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামের মৃত হাসিম উদ্দিন এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১০ মে শনিবার ফজলু মিয়ার ছেলে তামিম (১৭) এর সাথে একই গ্রামের জামালের ছেলে জুবাইদ (২০) এর ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে হাত হাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ১১ মে বারবুড়ি গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কৃষক লাহুত মিয়া টেটার আঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাহুতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক লাহুত মিয়া মারা যান।
নিহত লাহুত মিয়ার বড় ভাই বাহেছ মিয়া বলেন, লাহুত মিয়াকে পরিকল্পিতভাবে মানিকের লোকজন খুন করেছে। জামালের ছেলে জুবাইদ ও মানিক মিয়া সহ কয়েকজন মিলে এলোপাথাড়ি আঘাত করে। বল্লমের আঘাত তার পেটের নিচে গিয়ে লাগে। এ আঘাতেই লাহুত ময়মনসিংহ হাসপাতালে নিহত হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, দু’পক্ষের ফুটবল খেলার ঘটনায় সংঘর্ষে আহত লাহুত মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহতের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।