ফেইসবুক পোষ্টে মহানবী মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে রানা চন্দ্র সরকার (৩৫) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনার মডেল থানার পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এক মিডিয়া সেলে পুলিশের পাঠানো বার্তা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান।
আটককৃত রানা চ›ন্দ্র সরকার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সিংহের বাংলা গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে। বেলা ১২ টার পরে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান আটককৃত রানা চন্দ্র সরকার নেত্রকোনা মডেল থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত সোমবার (১৫ অক্টোবর) জধহধ ঝধৎশবৎ নামের তার এক ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে “দেবী দূর্গা এবং ভক্ত” শিরোনামে কাল্পনিক কথোপকথনের এক পর্যায়ে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।
যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাত থেকে এই পোষ্ট নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় বুধবার দুপুরে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোক্তারপাড়া এলাকা থেকে আটক করে।