সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যবগুড়ার এমপি নেত্রকোনায় গ্রেফতার

বগুড়ার এমপি নেত্রকোনায় গ্রেফতার

নেত্রকোনা থেকে বগুড়ার-৬ সদর আসনের এমপি ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪। গ্রেফতারের পর নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।
এদিকে গত বুধবার রাতে মোহনগঞ্জ থেকে গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে নেত্রকোনা মডেল থানাধীন রাজুরাজার এলাকায় দেখানো হয়েছে অজ্ঞাত কারনে।

অন্য একটি সূত্র জানায়, গত কিছুদিন যাবৎ অর্থাৎ ১৩ দিন ধরে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের নেতা সাবেক এমপি রেবেকো মমিনের পিএস আরনিকের বাড়িতে আশ্রয়ে ছিলেন এমপি রিপু।
র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে মোহনগঞ্জ থেকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানার পৌর শহরের রাজুরবাজার এলাকা দেখিয়ে পুলিশে হস্তান্তর করে। রিপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বগুড়া জেলার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের গত জানুয়ারী নির্বাচনে বগুড়া-৬ আসনে এমপি নির্বাচিত হন রাগিবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
নেত্রকোনা সদর থানার ওসি কাজি শাহনেওয়াজ জানান, বগুড়া সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা নিয়ে যাবে। র‌্যাব ভোররাতে আমাদের কাছে হস্তান্তর করেছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments