জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আনন্দ র্যালী করেছে সরকারি শিশু পরিবার।
এ উপলক্ষে বুধবার দুপুরে সরকারি শিশু পরিবারের একশত শিশু সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি শিশু পরিবারে (এতিমখানা) দিবসটি উদযাপন করে। সমাজ সেবার অধিদপ্তরের সহযোগিতায় এতিমখানার আয়োজনে এতিমখানা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালী করে পুনরায় এতিমখানা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতিমখানার তত্বাবধায়ক তারেক হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আলামিন হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আবদুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান।