বছরের প্রথম দিনে নেত্রকোনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিক্সার্স অনুর্ধ ১৯ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে মোক্তারপাড়া ক্রীড়া মাঠে শেষ হয়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে শিক্ষার্থী, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা, তরুণ সমাজ ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে। পরে মাঠে টূর্ণামেন্ট আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়। খেলা চলবে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকাল পর্যন্ত। আগামী ১৯ ফেব্রæয়ারী পর্যন্ত এই তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এই উৎসবের উদ্বোধন করা হযেছিলো শহর পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে।