সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যবন্যপ্রাণী সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা

বন্যপ্রাণী সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা

রিফাত আহমেদ রাসেল

অবৈধ বন্যপ্রাণী পাচার রোধ, বিপন্ন প্রজাতি উদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তন চত্বরে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) পোগ্রাম লীড সামিয়া সাইফ, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সহ-সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদ আনিসুর হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত প্রসাদ, সদস্য নূর আলম, ধ্রুব সরকার, সাব্বির আহমেদ।

সভায় বন্যপ্রাণী অপরাধের চ্যালেঞ্জ গুলো যেমন শিকার, অবৈধ বাণিজ্য এবং বাসস্থান ধ্বংসের বিষয়ে অবহিত করা এবং বন্যপ্রাণী রক্ষায় যুবসমাজের ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। পাশাপাশি এ অঞ্চলে বন্যপ্রাণী হত্যা বন্ধ, বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধ সহ বন্যপ্রাণী উদ্ধারে নানারকম দিক নির্দেশনাও দেয়া হয়।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর ও কলমাকান্দায় পাহাড়ি সীমান্তবর্তী এবং লোকালয় থেকে উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণীর বিষয়বস্তু তুলে ধরে। সংগঠনটি গত চার বছরে এই অঞ্চলে ৫৩ টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ২০টি অজগর সাপ, ১৬টি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর, দুর্লভ প্রজাতির বনরুই, মায়া হরিণ সহ অসংখ্য প্রাণী উদ্ধারের পর বনে অবমুক্ত করেছে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments