Saturday, October 5, 2024
মূলপাতাঅন্যান্যবাংলা ইশারা দিবসে ইশারা ভাষার ব্যবহার তুলে ধরে আলোচনা সভা

বাংলা ইশারা দিবসে ইশারা ভাষার ব্যবহার তুলে ধরে আলোচনা সভা

“বাংলা ইশারা ভাষার প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগান নিয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উপস্থিততে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা ও জেলা প্রশাসনের আয়োজনে সভায় অডিও মেট্রিয়েশনের মাধ্যমে ইশারায় কথা বলা বুঝানো হয়েছে।
এসময় এসব শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।
সাতজন শিশুর হাতেই পুরস্কার তুলে দেয়ায় খুশি তারাও।
এছাড়াও নানাবিধ সমস্যায় বিভিন্ন স্থানে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ট্রান্সলেশন করতে পারে এমন ব্যবস্থার জোর দাবি জানানো হয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় পুরস্কার প্রদানের পূর্বে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, সমাজসেবার সহকারী পরিচালক রফিকুল ইসলাম, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অন্যরা।
এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আদালত প্রাঙ্গণসহ হাসপাতাল এবং জরুরি সেবাদান কেন্দ্রগুলোতে ইশারা ভাষায় অনুবাদকের ব্যবস্থা রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments