সাইফুল আরিফ জুয়েল:
নেত্রকোনার বারহাট্টায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোড়াউন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার গোড়াউন্দ গ্রামের রফিকুল ইসলাম (৫০), কেনু মিয়া (৫২), মোতাহার হোসেন তোফাজ্জল (৩০) ও আজিজুর রহমান (৩০)।
পুলিশ জানায়, উপজেলার গোড়াউন্দ গ্রামের একটি দোকানের ভেতর জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।