নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁেট যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার বিকালে সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার গুমুরিয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে।
বারহাট্টা স্টেশনের মাস্টার মোজাম্মেল হক জানান, সড়ক দিয়ে হেঁেট যাচ্ছিলেন। হয়তো কানে শুনেননি। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় জিআরপি পুলিশের আইসিকে জানানো হয়েছে।
জিআরপি পুলিশের মোহনগঞ্জের দায়িত্বে থাকা (আইসি) ফজলুর রহমান জানান, খবর পেয়েই হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন। অনুমান ১৫:৩৫ ঘটিকার সময় বারহাট্টা থানাধীন বরুহাটি নামক স্থানে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সহিত ধাক্কা লাগিলে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
পরে স্থানীয় লোকজন বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।