সাইফুল আরিফ জুয়েল:
নেত্রকোনার বারহাট্টায় ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. পারভেজ বেপারী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার উড়াদিঘী এলাকা থেকে তাকে মদ সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার যৌতা গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বারহাট্টা উপজেলার উড়াদিঘী এলাকায় রাতে একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে পারভেজের অধীনে থাকা দুটি সুটকেসে ৩৫ বোতল মদ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পারভেজ সীমান্ত থেকে বাসে করে এসব মদ নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানায় পুলিশ। পুলিশের দাবি – পারভেজ এককন মাদক কারবারি। সীমান্ত থেকে মাদক নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।