Saturday, October 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবারহাট্টা উপজেলাবারহাট্টায় দুজন প্রতিবন্ধীকে জেলা মহিলা আওয়ামীলীগের হুইল চেয়ার প্রদান

বারহাট্টায় দুজন প্রতিবন্ধীকে জেলা মহিলা আওয়ামীলীগের হুইল চেয়ার প্রদান

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা:
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় শারীরিকভাবে চলাচল করতে অক্ষম দু’জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষনিক তাদের সাহায্যার্তে এগিয়ে আসেন।

তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে দুটি হুইল চেয়ার ক্রয় করে এনে শুক্রবার বিকেলে বারহাট্টা স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে হস্তান্তর করেন। সেই সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তাদেরকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রীও প্রদান করা হয়।

হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মতিউর রহমানের পুত্র আদিল মিয়া (৩৮) ও একই গ্রামের কাঞ্চন মিয়ার কন্যা কুলসুম আক্তার (১৪)।

এ সময় বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments