বাংলাদেশের তথা উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদক প্রয়াত সাধক বারী সিদ্দিকি ও তার সহ ধর্মিণী ফরিদা ইয়াসমিনের কিছু রোমাঞ্চকর স্মৃতি নিয়ে নেত্রকোনা সংবাদে কথা বলছেন স্ত্রী ফরিদা ইয়াসমিন। যিনি আজো জীবনে জুটি বদ্ধ হওয়ার সময় প্রনয়ের সেই দিনগুলোকে মনে ধারণ করে বাঁচিয়ে রেখেছেন সাথীকে। তারা একসাথে মঞ্চে উঠতেন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন। বারী সিদ্দিকির পাশেই বসে বাজাতেন তানপুরা….আজ যেনো সবই স্মৃতি