নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী শহরের সাতপাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় এই মাহফিলের আয়োজন করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিউল্লাহ খান পাঠান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শাহানুল কবীর মুন্না।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও বিদ্যালয়ে ৫৫তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এস এস সি ২০২৪ ব্যাচের জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়।
এদিকে পড়াশোনার মান বাড়াতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালের (শ্রেণিভিত্তিক) মেধাভিত্তিক পুরস্কার প্রদান করা হয়।