অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতি বৎসরের ন্যায় ১৩ অক্টোবর ২০২৩ সারা দেশব্যাপি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল দিশারি প্রকেল্পর মাধ্যমে ১৬ অক্টোবর ২০২৩ তারিখে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুরউচ্চ বিদ্যালয়ে আন্তর্জতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্টুডেন্ট কাউন্সিল এর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নেত্রকোণা এর ফায়ার ফাইটার মো ঃ রাসেল মিয়া মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড ও ভূমিকম্পে করণীয় বিষয় গুলো তুলে ধরেন।
এছাড়া তিনি অগ্নিনির্বাপন যন্ত্র পরিচালনার বিষয়টি শিক্ষার্থীদের হাতে কলমে শিখিয়ে দেন। আলোচনা শেষে স্কুল মাঠে গ্যাস সিলিন্ডার-এ আগুন লাগলে তা কিভাবে নিয়ন্ত্রনে আনা যায় উক্ত প্রক্রিয়াটি শেখানোর জন্য মহড়া করা হয়। আলোচনা অনুষ্ঠানে পাথফাইন্ডার নেত্রকোণা রেজিলিয়েন্স অফিসার মো: মিজানুর রহমান বকসীর সঞ্চালচনায় সভাপতিত্ব করেন বিরামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাশেম।