নেত্রকোনা জেলা শহরের পৌর এলাকার চকপাড়া পৌর শিশু পার্ক এবং সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ছোট কাইলাটি গ্রামে রয়েছে বিনোদনের জন্য কিড্ডি কিংডম নামের পার্ক। সাধারণ মানুষ নিজেদেরকে একটু আনন্দ দিতে চুএ যাচ্ছেন শহরের অদূরে বিনোদন কেন্দ্র কিড্ডি কিংডমে।
অভিভাবকরা শিশুদেরকে আনন্দ দিতেই পার্কে নিয়ে আসছেন এবং বিভিন্ন রাইডে চড়াচ্ছেন। শিশুরাও অনেক আনন্দিত তাদের মতো করে ঘুরে বেড়াতে পারায়। এদিকে আনন্দ দিতে নিয়ে আসলেও শিশুদের এবং নিজেদের স্বাস্থ্যবিধির কথা মনে রাখছেন না কেউ৷ তবে তারাও বলছেন স্বাস্থ্য বিধি মেনে চলার কথা।
অন্যদিকে পার্কের কর্তৃপক্ষ জানালেন, করোনায় পার্কটি বন্ধই ছিলো। ঈদে অনেকেই বাচ্চাদের নিয়ে যাওয়ার জায়গা পাচ্ছেন না তাই সীমিত ভাবে যেনো স্বাস্থ্য বিধি মেনে আসেন সে কারণে দেয়া হয়েছে। কিন্তু বেশিরভাগই অভিভাবকরা অসচেতন। তাদের আগে সচেতন হতে হবে বলেও জানান তিনি।