সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাবিভিন্ন দাবীতে মানববন্ধন,বিক্ষোভ ও স্বাকলিপি 

বিভিন্ন দাবীতে মানববন্ধন,বিক্ষোভ ও স্বাকলিপি 

ভজন দাস

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনসহ ডি এফ এ ও সমমানের সকল টেকনিক্যাল পদ সমূহের “ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করে দ্রুত নিয়োগ প্রধান এবং প্যারাভেট নিবন্ধনের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে শিক্ষাথর্ীরা।

ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ আই,এল,এস,টি নেত্রকোনার উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রানিসম্পদ অফিস ও জেলা প্রশাসক কযার্লয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।  এ সময় দাবী তুলে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করে সমাবেশে অংশগ্রহণকারীরা।

ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স এন্ড টেকনোলজি নেত্রকোনার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে তাদের দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন,শিক্ষার্থী সোহেল রানা, দেলোয়ার হোসেন,শিহাব-উদ দৌলা।

এ সময় বক্তারা,সরকারের নিকট প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত নন-গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ এর ক্রমিক নং- ৫৫ থেকে ৬১ তে বর্ণিত পথসমূহ (ইউ,এল,এ/ ডিএফএ/এফএ-এআই/ভেটেরিনারি কম্পাউন্ডার/পোল্ট্রি টেকনিশিয়ান/ফিল্ড অ্যাসিস্ট্যান্ট-ফডার/মাঠ সহকারী-ফডার) এর জন্য প্রয়োজনীয় নিয়োগ যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণর পরিবর্তে “ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments