এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ৩২ নাম্বারের বোল্ডোজার থেকে যদি না শেখেন তাহলে আপনাদেরও একই অবস্থা হবে।
‘রাজনীতি যাদের পেশা চাঁদাবাজি যাদের নেশা’ তারা জেনে রাখুন, এই সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। আওয়ামীলীগ টোকাই শ্রেণির পোলাপান দিয়ে রাজনীতি করিযেছে। জনগণের টাকায় বিরানি দিয়েছে আর পোলাপানের সংখ্যা বাড়িয়েছে।
নেত্রকোনা ছোটবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সোমবার বিকালে কর্মী সম্মেলন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামীলীগ লেখাপড়ার নামে বিশাল অঙ্কের টাকা লুটপাট করেছে। অন্যদিকে বিরানি খাওয়ায়ে পোলাপানদের রাজনীতিতে এনছে। যে কারণে কাজে কর্মে শিক্ষিত মানুষ তৈরী হয় নি। ফলে বাইরের সকল দেশে এদেশের মানুষদের কোন মূল্যায়ন করা হয়। খুব বাজে চোখে দেখে। অসস্মান করে।
বাংলাদেশের মানুষকে ঘৃণার চোখে দেখার ব্যবস্থা করেছে। সুতরাং বাংলাদেশকে সম্মানিত করার রাজনীতি করতে হবে। লিফলেট হাতে নিয়ে চাকরি হয় না। কাজ করতে হয়। প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানাতে হবে। অঅর উদ্যোক্তা বানাতে গেলে রাজনীতিতে সয়ং সম্পূর্ন কর্মজীবি মানুষদের আসতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি করানো যাবে না। নেত্রকোনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপেদেষ্টা প্রফেসর ইঞ্জি: ডক্টর আব্দুল মান্নানের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য শেষে প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কাজ শেষে দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। আমরা অর্ন্তবর্তী সরকারকে তাই বলেছি। তিনি বলেন রাষ্ট্রের ব্যাংক একাউন্ট আওয়ামীলীগ ফাঁকা করে দিয়ে গেছে। ৪০ টি ব্যংক লুট করে রেড জোনে রেখে গেছে দেশকে। প্রত্যেক দিন দেড় থেকে দুই হাজার টাকা পাচার করেছে দেশ থেকে। যারা আওয়ামীলীগকে রাতের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা শতকরা ৮০ ভাগ এখনো প্রশাসনে।
তাদেরকে একেবারে বদলানো যাচ্ছে না। তাই এই অর্ন্তবর্তী সরকারকে সময় দিতে হবে। তারা সংস্কার কাজ করছে। এই সংস্কার কাজের মধ্যেই আমরা নির্বাচন হওয়ার সকল কার্যক্রম দেখতে পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু .না হওয়ার কোন ধরনের সন্দেহজনক কিছু এখনো দেখছি না।