কাতার বিশ্বকাপ ২০২২ এর আনন্দ যেন দেশ ছাড়িয়ে দেশ এবং শহর ছাড়িয়ে গ্রামেও পৌঁছে গেছে। উচ্ছ্বসিত শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। নেত্রকোনা জেলা সদর উপজেলার মেদনি ইউনিয়নের বড়াইল গ্রামে মেসি ভক্তদের উচ্ছাস দেখে যে কোন মানুষ আন্দোলিত হবেন।
বড়াইলের যুব সমাজের উদ্যোগে কয়েকশ ফুট প্রিয় দল আর্জেন্টিনার পতাকা নিয়ে এলাকায় আনন্দ মিছিল করেছে ফুটবল ভক্তরা। মেসির নাম বলে বলে স্লোগান তুলে প্রায় ৫০০ ফুটের পতাকা নিয়ে বড়াইল ব্রীজ প্রদক্ষিণ করে।
এসময় যুব সমাজের অভিভাবক লাক মিয়া জানান, তারা মনে করেন উচ্ছ্বসিত হলেই এই খেলার প্রতি আগ্রহ বাড়বে শিশু কিশোর তরুণদের। এজন্যই তাদের সাথে এমন আনন্দে যুবকরাও। তারা মনে করেন এবার মেসির হাতেই উঠবে কাপ।