বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতা বাড়াতে নেত্রকোনায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।
বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে র্যালিতে শিক্ষার্থীসহ চিকিৎসক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
র্যালিটি প্রধান সড়ক পর্যন্ত এগিয়ে আবারও জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে যায়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, নেত্রকোনা বিএনএসবি হাসপাতালের তত্বাবধায়ক মতিউর রহমান তালুকদার সহ অন্যরা।
চোখ সুস্থ থাকলে জীবন সুস্থ থাকবে তাই চোখের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানানো হয় বিশ্ব দৃষ্টি দিবসে।