দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন নিয়ে নির্বাচন কমিশন মো. আলমগীর বলেছেন, নিরপেক্ষে, সুষ্টু এবং অবাধ একটি করার লক্ষ্যে এবং দেশে বিদেশে সবার কাছে যেন নির্বাচনের সবকিছু বিশ্বাসযোগ্য মনে হয়, মানুষ যাতে বিশ্বাস করে একটি সুন্দর নির্বাচন হয়েছে তার জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করেছি।
জেনেছি তারা কি কি পদক্ষেপ নিয়েছেন। যা নিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তাদেরকে বলা হয়েছে ভোটররা যাতে নির্ভিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
এসময় তিনি ইউএনও ওসিদের বদলির আদেশ নিয়ে আরও বলেন, সব অফিসাররা চৌকুশ। এসময়ে বদলি কোন সমস্যা হবেনা। এসময় আরও বলেন, সব কথা তো বলা যাবেনা। যত দ্রুত এই কার্যক্রম করা যায় তাই কার হবে। যাতে তাদের কষ্ট না হয় এক স্থান থেকে আরেক স্থানে যেতে।
এসময় তিনি বিদেশের চাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, তারা আমাদের বন্ধু। আঞ্চলিক নানা সর্ম্পক রয়েছে। তারা আমাদেরকে নানা পরামর্শ দিতেই পারেন। আমরা যেটা ভালো মনে করি সেটা করি। তারা দুই তিন দিন আগেই এসেছিলো। আমাদের আইন সম্পর্কে জেনেছে। আমাদের দেশের প্রস্তৃুতি দেখে সন্তোষ প্রকাশ করে গেছে। বলে গেছে আপনারা যা যা ব্যবস্থা নিয়েছেন তা ঠিক আছে।
নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা এ নিয়ে বলেন, সেনাবাহিনীর সিদ্ধান্ত এখনো নেইনি। তবে অতিতে যেহেতু তারা ছিলো এবারো সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এখন কোন রাজনৈতিক দল নির্বাচনে আসতে চায় কিনা এ নিয়ে বলেন, এখন যদি কোন রাজনৈতিক দল আসতে চায় নির্বাচনে সে ক্ষেত্রে সিডিউল পরিবর্তন করার আইনগত বাধা আছে কিনা এটি দেখতে হবে পরীক্ষা করে। এই মুহুর্তে এটি নিয়ে কথা বলতে চাচ্ছি না।