Tuesday, January 14, 2025
মূলপাতাঅন্যান্য বিশ্ব নদী দিবসে ৭০ নদীর নাম লিখা প্লেকার্ড প্রদর্শন

 বিশ্ব নদী দিবসে ৭০ নদীর নাম লিখা প্লেকার্ড প্রদর্শন

নেত্রকোনায় বিশ্ব নদী দিবস উদযাপন করেছে শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্য রক্ষা কমিটি। পরিবেশ ও ধান গবেষণা সংস্থা নেত্রকোনার বারসিক ও বেলার সহযোগিতায় নদী দিবস উপলক্ষে ৭০ টি নদীর নাম লিখা প্লেকার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা। রোববার দুপুরে টিফিনের ফাঁকে জেলা শহরের মোক্তারপাড়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে এই প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়াও নদী নিয়ে শিক্ষাথর্েিদর মাঝে সচেতনতা তৈরি করতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন মো. অহিদুর রহমান, আলপনা বেগম, মোস্তাসিম বিল্লাহ ও মীর্জা হৃদয় সাগর।

স্কুলের অষ্টম শ্রেণির শ্রেনিকক্ষে নদী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদেরকে তাৎক্ষণিক কলম উপহার দেন আয়োজনকারীরা।
পরে কুইজ প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসকল নদীর নাম লিখা প্লে-কার্ড নিয়ে স্কুল মাঠে মানবপ্রাচির করে শিক্ষার্থীরা। প্লে­কার্ড ও ফেস্টুন নিয়ে স্কুলের কয়েকটি ক্লাসের শিক্ষার্থীরা নদীকে দখল দূষণ মুক্ত করতে নিজেরা সচেতন হওয়া ও অন্যদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।
এতে জেলার বিলুপ্ত সহ বিলীনের পথে থাকা এবং চলমান সকল নদীর নাম শিক্ষার্থীরা নিজেরাও জানতে পারে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments