নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুড়পাড় জেলা প্রশাসক চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিয়াম ওয়েসিস ল্যাবরেটরি স্কুলের কোমলমতি শিশুরা অংশ নিয়েছে। সাথে ছিলেন অভিভাবকরা। র্যালিটি ডি সি অফিস গেইট থেকে প্রধান সড়ক পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসে। পরে ডিসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। শেষে দিবসের গুরুত্ব নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। এসময় জেলার অপার সম্ভাবনার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুর্গাপুর কলমাকান্দা ও হাওরাঞ্চলকে ঢেলে সাজিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার কথা জানান ডিসি।