নেত্রকোনায় আজ রোববার (২৯ সেপ্টেম্বর) পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুখময় সরকার, প্রেসক্লাবে সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, শিক্ষার্থী মেহেদি হাসান, মুবাশ্বিরা হারুন।
আলোচনায় সহযোগিতা করেন শিশু একাডেমির লাইব্রেরিয়ান মো. রুবেল মিয়া, ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইফুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলো শিশু একাডেমির শিক্ষার্থী গাজী মিথিলা।