বেকার সমস্যা সমাধানে তরুণ তরুনীদের কর্মসংস্থানের লক্ষ্যে নেত্রকোনায় এই প্রথম কেয়ারগিভার ও নার্সিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া পৌরসভার আব্বাস আলী স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে নেত্রকোনা।
সংগঠনকে সহায়তাকারী প্রতিষ্ঠান সংযোগ কানেক্টিং এর সহায়তায় প্রাথমিকভাবে ৫৭ জনকে কেয়ারগিভার ও নার্সিং প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরে তাদেরকে সপ্তাব্যাপী প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। প্রশিক্ষণ শেষে বিভিন্ন স্থানে মানুষের বাড়ি অথবা কেয়ার হোমে কাজ অনুযায়ী পাঠানো হবে।
এতে করে কোন ছেলে মেয়ে আর বেকারত্ব নিয়ে হতাশ থাকবে না। তারা দেশের বিভিন্ন দুর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকলেও এই প্রশিক্ষণে দক্ষ হয়ে চাকরির মতো করে একটি পেশায় থেকে উপার্জন করতে পারবে। তাই প্রতিটি তরুণ তরুণীকে দক্ষ করে তুললে দেশের বাইরেও গিয়ে তারা উপার্জন করতে পারেব বলে মনে করেন আয়োজকরা।
কর্মশালায় সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ জাবেদ জামালের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এসময় পৌর মেয়র নজরুল ইসলাম খান ও চিকিৎসক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবির রিয়াদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।