সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যবৈদেশিক কর্মসংস্থান  বিষয়ক অবহিত করণ কর্মশালা 

বৈদেশিক কর্মসংস্থান  বিষয়ক অবহিত করণ কর্মশালা 

এ কে এম আব্দুল্লাহ
নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বোয়েসেলের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমুন নাহার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর (প্রশাসন,মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনম্ন লিজা, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও জর্ডান সিডনি কোম্পানি প্রতিনিধি আফরোজা খাতুন প্রমূখ।
কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জনসংখ্যা কোন দেশের বুঝা নয়, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিনত করতে পারলে তারা দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments