নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই কিশোরের ঝগড়ার প্রাণ গেল বাশার মিয়া (১৭) নামের একজনের। সোমবার (৩০ অক্টোবর) পাশ্ববর্তী জেলা কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এর আগে রবিবার সন্ধ্যায়(২৯ অক্টোবর)উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে প্রতিবেশি সারোয়ার মিয়ার সাথে মারামারির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে বাশার মিয়া আহত হয়।
পরে স্বজনরা নিকটস্থ কিশোরগঞ্জের তারাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোর বাশার গগডা তাতিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গগডা তাতিয়রগাতি গ্রামের আবুল কাশেমের সাথে একই প্রতিবেশি আবুল হাসেমের বিরোধ চলে আসছিল।
এছাড়াও আবুল হাশেমের ছেলে সারোয়ার মিয়ার সাথে আবুল কাশেমের ছেলে বাশার মিয়ার ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় বাশার মিয়ার সাথে সারোয়ার মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সারোয়ার ধারালো অস্ত্র দিয়ে বাশারের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা পাশের কিশোরগঞ্জের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সরুতহাল রিপোর্ট করা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষ করে নিজ বাড়ি লাশ নিয়ে আসা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।