নেত্রকোনার পূর্বধলায় একটি গোডাউনের অভিযান চালিয়ে ৫০ বস্তা (২৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার রাতে উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয়ে মজুদকৃত চিনির বস্তা জব্দ করা হয়।
জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৮ অক্টোবর) নেত্রকোনা সেনা ক্যাম্প উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, ভারত থেকে চোরাই পথে আনা চিনি মজুদ রয়েছে এমন একটি সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পূর্বধলার জারিয়া বাজারে সেনাবাহিনীর নেতৃত্বে ক্যাপ্টেন আসিফ প্রমাণিক টিম লিডার হয়ে অভিযান শুরু করে।
এই সময় জারিয়া বাজারে মো: শহীদ মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে দেশীয় একটি প্রতিষ্ঠানের বস্তায় ভরা প্রায় ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে সেনা সদস্যরা।
জব্দকৃত চিনির মালিক নাটেরকোনা গ্রামের স্বপন মিয়ার এমন স্বীকারোক্তি দিয়েছেন গোডাউন মালিক শহিদ মিয়া।
এছাড়াও সেনাবাহিনী আরও জানায়, জব্দকৃত চিনি পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।