মির্জা হৃদয় সাগর
ভারতের মহারাষ্ট্রর হিদু পুরাহিত রামগিরি মহারাজ ও বিজপির সংসদ সদ্য নিতেশ রানা কর্তক মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদ নেত্রকানা জেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যাগে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নেত্রকোনা শহরের মিফতাউলুম মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রসক্লাব সড়কে এসে শেষ হয়। সেখানে ভারতের এই দুই ব্যক্তির বিরুদ্ধ অবিলম্ব বিচার চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা গাজী আব্দুর রহীম, মাওলানা নুরুল্লাহ, মাষ্টার নিজাম উদ্দিন, মাওলানা আনায়ার শাহ এবং মাওলানা আহমাদ।