নেত্রকোনা নিউজ ফাইল ০১নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্থরের মানুষ।
প্রথম প্রহরে বারোটা এক মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পরপরই ধাপে ধাপে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।
এছাড়াও শুক্রবার সকালে প্রভাত ফেরীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে র্যালি নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসেন তাৎপর্য তুলে ধরে শিশু একাডেমিসহ শিক্ষা প্রতিষ্টানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।