শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যমদন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াজেদুল ইসলাম আকন্দ'র ইন্তেকাল

মদন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াজেদুল ইসলাম আকন্দ’র ইন্তেকাল

কে, এইচ, এম, নূরুল আলম কামাল :
নেত্রকোনার মদন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ওয়াজেদুল ইসলাম আকন্দ (ওয়াজ মিয়া মাস্টার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওয়াজ মিয়া মাস্টার দীর্ঘদিন যাবত ডায়াবেটিসহ বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন।সোমবার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
মঙ্গলবার জানাজার শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাঁর মরন দাফন করা হয়। তিনি উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া টিনেরবাড়ি মৃত ইব্রাহিম আকন্দ’র ছেলে। তিনি মদন আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।
এছাড়াও ওয়াজেদুল ইসলাম আকন্দ মদন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মদন সদর ইউনিয়নের তিনবারের সাবেক সভাপতি ছিলেন।
ওয়াজেদুল ইসলাম মৃত্যুকালে পাঁচ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় কুলিয়াটি পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
ওয়াজ মিয়া মাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, মদন উপজেলা উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিবার।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments