নেত্রকোনার মদন হাওর থেকে নিখোঁজের একদিন পর জসিম উদ্দিন কালামিয়া (৪৫) নামের এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচহাড় গ্রামের সামনের হাওর থেকে হাত পা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। জসিম ওই উপজেলার ফতেপুর ছত্রকোনা গ্রামের মৃত জাফর খানের ছেলে। বৈবাহিক সূত্রে কেন্দুয়া উপজেলার টেঙ্গুরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এর আগে গত শুক্রবার দিনে বেড়িয়ে রাতে বাড়ি ফিরেননি।
পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন শুক্রবার সকালে বাড়ি থেকে অটো রিকশা নিয়ে বের হয়ে আর রাতে ফেরেনি। এদিকে ওইদিন রাতেই মদনের হাদিস মিয়া নামের এক ব্যাক্তি সিএনজি চালিত অটোরিকশাযোগে নেত্রকোনা থেকে বাড়িতে ফেরার পথে বটতলা-বারড়ী সড়কের খাগুড়িয়ার সামনে ও পাচহাড় বড়বাড়ির পেছনে একটি অটো রিকশাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তিনিসহ অন্যরা মালিক খোঁজাখুঁজি করে কোন লোকজন না পেয়ে অটো রিকশাটি নিয়ে বাজারে রাখেন।
পরে স্থানীয় লোকজন অটোর (ইজিবাইক) ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মালিকের সন্ধান চান। এটি দেখে পরিবারের লোকজন গিয়ে খোঁজাখুজি শুরু করে। শনিবার বিকালে স্থানীয়রা ইজিবাইকটি পড়ে থাকার স্থলে হাওরের ভেতরে হাত পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয় তারা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে জসিমের স্বজনরা লাশ শনাক্ত করে।
এ ব্যাপারে মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, জসীম উদ্দিন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদহটি নেওয়ার জন্য নিহতের স্বজনরা আবেদন করেছে। ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি পেলে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।