২১ জানুয়ারি ২০২৫ পাঁচদিন ব্যাপী নিউজ প্রেজেন্টেশন কোর্সের আয়োজন করে গণমাধ্যম গবেষণা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান আইএমসিএমএসআর।
মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহাম্মদ।
সেশন পরিচালনা করেন আইএমসিএমএসআর এর সমন্বয়ক এবং কোর্স কোর্ডিনেটর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমরান হাসান শিমুল।
উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন আইএমসিএমএসআর এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাদেক রনি।
প্রশিক্ষণ কর্মশালায় ১৮ জন পেশাদার এবং শিক্ষা নবিশ সংবাদকর্মী অংশগ্রহণ করেন।